আদমদীঘিতে বিনামূল্যে শস্যবীজ ও সার বিতরণ

আদমদীঘিতে বিনামূল্যে শস্যবীজ ও সার বিতরণ

আহসান হাবিব শিমুল

বৃহস্পতিবার বিকালে ২০২০-২১ মৌসুমে বগুড়ার আদমদীঘি উপজেলার প্রায় ৩ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে বিনামূল্যে শস্যবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা জিল্লুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রাণী রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী।

জানা গেছে, উপজেলার ২ হাজার ৮১০ প্রান্তীক কৃষক ও কৃষাণীর মধ্যে পুনর্বাসন ও প্রনোদনার আওতায় ধান, গম, সরিষা, সূর্যমুখী, টমেটো, মসুর, ভুট্টা, মরিচ ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।

এদিন ১ হাজার ৪৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন