মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে ৬ জনকে অর্থ দন্ড

মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে ৬ জনকে অর্থ দন্ড

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

মূখে মাস্ক না পরায় জগন্নাথপুরে ৬ জন পথচারীকে অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।


মরনব্যাধী করেনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ১৮ ই নভেম্বর বিকালে জগন্নাথপুর  পৌর শহরের জগন্নাথপুর বাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় মুখে মাস্ক ব্যবহার না করে ঘোরাঘুরি করার অপরাধে ৬ জনকে মোট ৩ হাজার ১০০ শত টাকা অর্ধদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাস্ক পরিধানে সচেতনতা মূলক প্রচারণা করা হয়েছে।


এসময়  জগন্নাথপুর থানা পুলিশ এর একটি দল উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বলেন,  সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে ঘোরাঘুরি করায় সাতটি মামলায় সংক্রামক  রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন), ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী মোট ৩১,০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হয় ।

আপনি আরও পড়তে পারেন