গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্লো পয়জনে গাভী হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্লো পয়জনে গাভী হত্যার অভিযোগ

মোঃসাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌরসভার ৭
নং ওয়ার্ডের বোয়ালিয়া (দূর্গাপুর) গ্রামে আড়াই লক্ষ টাকা মূল্যের একটি
গাভী স্লো পয়জনে হত্যার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।

থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া
(দূর্গাপুর) মহল্লার মৃত-অনন্ত কুমার ঘোষ এর স্ত্রী কৃষ্ণা রানী ঘোষ (৬৩)
এর সাথে প্রতিবেশি ভুত্তুল মালীর স্ত্রী সুফল মালী (৩৭), মৃত-ঘোংগারুর
ছেলে বিটল (৪৫), শ্রী মিন্টু সিং (৫০), মাসুদ (৪২),গরু পালন নিয়ে
মনোমালিন্য সৃষ্টি হয়। এতে কৃষ্ণা রানীর ছেলে গোবিন্দ কুমার ঘোষ প্রতিবাদ
করলে তারা বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করেন।

গত ১৪ নভেম্বর দিবাগত রাত অনুমান ১১ টার দিকে সুফল মালী বাড়ীতে ঢোকার সময়
তার স্ত্রী মাধবী রানীকে বলে কাল সকালে দেখবি ওদের দৌড়াদৌড়ি উঠিবে। উক্ত
কথামত পরের দিন অথাৎ ১৫ নভেম্বর সকালে কৃষ্ণা রানী ঘোষের পালিত জোয়ান
বয়সের সাদা রংঙের আড়াই লাখ টাকা মুল্যের একটি বিদেশী গাভী গুরুত্বর
অসুস্থ্য হয়ে পেট ফুলিয়ে মুখ দিয়া লালা পড়িতে থাকে। পরে গোবিন্দগঞ্জ
প্রাণি সম্পদ কর্মকর্তার সরাণাপন্ন হলে তিনি জানান, গাভীটিকে স্লো পয়জন
করা হয়েছে। এতে প্রায় ৩০/৪০ হাজার টাকা ব্যয়ে চিকিৎসা করাকালিন গত ১৭
নভেম্বর বিকেলে ৪ টার দিকে গাভী মারা যায়। গাভীটি প্রতিদিন ১৪/১৫ লিটার
দুধ দিতো। এ কারণে ২ লাখ টাকার ক্ষতিসাধণ হয়েছে।

এ ব্যাপারে কৃষ্ণা রানী ঘোষ বাদী হয়ে উল্লেখিত ব্যত্তিদের নামে থানায়
একটি অভিযোগ দায়ের করেছে।

মোঃসাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন