চড়ুইর পাখির কলরবে মুগ্ধ শহুরে পরিবেশ

চড়ুইর পাখির কলরবে মুগ্ধ শহুরে পরিবেশ

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঠিক এমনি একটি দৃশ্য চোখে পড়ে। যানবাহনের শব্দের মাঝে শোনা গেল চড়ুই পাখির মিষ্টি শব্দ। মাথা উঁচু করে দেখতেই চোখে পড়ল চড়ুই পাখির সমাগম।
স্থানীয়রা জানান, প্রতিদিন বিকেলেই এই বাসস্ট্যান্ড মোড়ে কারেন্টের তারে ও আশপাশের গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ জানিয়ে দেয় তাদের উপস্থিতি। সংখ্যায় প্রায় হাজারের মতো হবে। ভোর হলেই আবার বেরিয়ে পড়ে খাবারের খোঁজে।
বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী জুয়েল ইসলাম শান্ত বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় পাখিগুলো ঝাঁক বেধে ফিরে আসে আমাদের এই বাসস্ট্যান্ডে। পাখিগুলো দেখতে অনেক ভালোই লাগে। বিশেষ করে যখন ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্য দেখি তখন অনেক বেশি ভালো লাগে। দোকান থেকে প্রতিদিন এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে।’

রাস্তার পাশে কথা হয় পথচারী ইকবাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এতোগুলো চড়ুই পাখি একসঙ্গে কিচিরমিচির করছে। আসলেই বিষয়টি অনেক সুন্দর। পাখিগুলো দেখতে অনেক ভালো লাগছে।’

ঠাকুরগাঁওয়ের পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহী বলেন, ‘চড়ুই পাখিগুলো জনবসতির মধ্যে থাকতে অনেক বেশি ভালোবাসে। যার কারণে এদের বলা হয় স্প্যারো। তাই কেউ যাতে এই পাখিদের মারার চেষ্টা না করে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
যেন নিত্যসঙ্গী

আপনি আরও পড়তে পারেন