ভূঞাপুরে যমুনার ভাঙন রক্ষার্থে ড্রেজিং কাজের শুভ উদ্বোধন

ভূঞাপুরে যমুনার ভাঙন রক্ষার্থে ড্রেজিং কাজের শুভ উদ্বোধন

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পূর্ব পাড়ের নদী ভাঙন রোধে আট প্যাকেজের মাধ্যমে ড্রেজিং কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ছোট মনির। 

উপজেলার অর্জুনা এলাকাকে যমুনা নদীর ভাঙন রক্ষার্থে তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প এবং গোপালপুর- ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীর তীরবর্তী কাউলিবাড়ী ব্রীজ হতে শাখারিয়া বটতলা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের অধীনে ৮টি প্যাকেজের মাধ্যমে যমুনা নদীর ৯.৫২৫ কিলোমিটার ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ছোট মনির । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন