আদমদীঘিতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আদমদীঘিতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি)
গত বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার কালিচত্ত্বরের ঢাকা আবাসিক হোটেল থেকে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। 
জানা যায়, গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সান্তাহার কালিচত্ত্বরের ঢাকা আবাসিক হোটেলের রুম ভাড়া নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসাইনাবাদ গ্রামের মৃত চাঁন আলীর ছেলে মোকাদ্দেস মালিথা (৪২) ঘুমিয়ে থাকা অবস্থায় ডিবি পুলিশের পরিচয় দানকারী, সান্তাহার নতুন বাজার হাটখলা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদী হাসান পাপ্পু (৩০) হোটেল তল্লাশীর নামে আবাসিক হোটেলে রাত্রি যাপন করা মোকাদ্দেসের গলা চেপে ধরে ১৫শ টাকা কেড়ে নেয় এবং অন্য রুমে গিয়ে চাঁপাইনাবাগঞ্জের নাচল থানার সোনামাছনা গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ডালিম (৪৩) কে কোর্টে চালান দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা চায়। টাকা না পেয়ে তার হাতে থাকা দুটি ভরত আংটি খুলে নেয়। এরকম আচরণে হোটেল ম্যানেজারের সন্দেহ হলে সান্তাহার পুলিশ ফাঁড়িতে ফোন দিলে ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ এসে ভুয়া ওই ডিবি পুলিশকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারে সে ভুয়া ডিবি পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে গতকাল শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করেন বলে থানা পুলিশ জানায়।

আপনি আরও পড়তে পারেন