জয়পুরহাটে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে রাস্তায় প্রশাসন

জয়পুরহাটে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে রাস্তায় প্রশাসন

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার 

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষদের  সচেতন করতে এবার রাস্তায় নেমেছেন প্রশাসন। এই মহামারি করোনাভাইরাস সম্পর্কে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে ৬ হাজার  মাস্ক বিতরণ করা হয়েছে। 


আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে শহরের  জিরো পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।


এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে শরীফুল ইসলাম  বলেন, আমরা সব সরকারি দফতর ও বিপণিবিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে বিপণিবিতানগুলোতে না আসেন।


এ সময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরুজ্জামন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গোলাম হক্কানীসহ  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের জিরোপয়েন্ট এলাকায় বিপণিবিতানগুলোতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং কয়েকজনকে মাস্ক পরিয়ে দেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

আপনি আরও পড়তে পারেন