ঋণের টাকায় কেনা অটোভ্যান হারিয়ে নিঃস্ব সারিয়াকান্দির আমজাদ

ঋণের টাকায় কেনা অটোভ্যান হারিয়ে নিঃস্ব সারিয়াকান্দির আমজাদ

(খোকন মাহমুদ, বগুড়া প্রতিনিধি)


জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকড়তলি গ্রামের আমজাদ আলি(৩৮) একজন অটোভ্যান চালক। প্রায় ২মাস আগে লোন  নিয়ে ৩৪ হাজার টাকা দিয়ে সে একটা অটো ভ্যান কেনে।


প্রতিদিনের মত গতকালও সে জীবিকার তাগিদে ধুনট উপজেলার গোসাইবাড়ি হাটে ভাড়া নিয়ে যায়।  একপর্যায়ে সে অটো রেখে  পরিবারের জন্য প্রয়োজনীয় কেনা-কাটা করতে যায়। কিছুক্ষণ পরেই সে ফিরে এসে দেখে তার অটো ভ্যানটা সেখানে নেই।অনেক আহাজারি-খোঁজাখুঁজির পরেও সে অটোটা খুঁজে  পায়নি।  এ ব্যাপারে অটোচালক আমজাদ আলী  বলেন, “গতকাল আমি বরাবরের মতই ভাড়া নিয়ে যাই। গোসাইবাড়ি বাজারের সাতমাথা বাস-স্ট্যান্ডে অটো রেখে পাশেই তরিতরকারি কিনতে যাই। কিছুক্ষণ পর এসে আমার অটো পাই না। “


তিনি আরও বলেন,”লোনের টাকায় অটো কিনছি ভাই, খুব কষ্ট কইরা ঋণের  টাকা জোগাড় করা লাগে। পরিবারে বাল-বাচ্চা আছে ২ডা।  মাইয়াডা ক্লাস নাইনে পড়ে। অটো চালাইয়া অনেক কষ্টে  তাক পড়াশুনা করাচ্ছি। অটো হারাইছি, কামাই নাই, খামু কি?”
আমজাদ আলীর পরিবারের সদস্য সংখ্যা ৪ জন।

তার একটি মেয়ে পাশেরই একটা স্কুলে ৯ম শ্রেণিতে পড়ে। অটো হারিয়ে যাওয়ায় তার পরিবারের সবাই মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছে। সংসারের খরচ মেটাতেই তার অনেক কষ্ট হয়, হিমশিম খায়। তারপর অটো হারিয়ে সে  একপ্রকার নিঃস্ব হয়ে পড়েছে। অর্থ উপার্জনের শেষ অবলম্বনটাও তার রইলো না। 


এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বলেন,” এ বিষয়ে এ পর্যন্ত কোনো তথ্য বা অভিযোগ পাইনি, পাইলে অবশ্যই খতিয়ে দেখা হবে।”

আপনি আরও পড়তে পারেন