‘দরকার পড়লে হরলিক্স খা’, সোহমকে বললেন দেব

‘দরকার পড়লে হরলিক্স খা’, সোহমকে বললেন দেব

অভিনেতা সোহম চক্রবর্তীকে হরলিক্স খেতে বললেন অভিনেতা দেব। কিন্তু কেন? আসলে পুরো ঘটনাটাই মজার একটা ব্যাপার।

গত ২৩ নভেম্বর অভিনেতা সোহম চক্রবর্তী এবং তার স্ত্রী তানিয়া চক্রবর্তীর অষ্টম বিবাহবার্ষিকী ছিল। আর সে জন্য স্ত্রী’র সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেন সোহম। সঙ্গে আট বছরের বিবাহবার্ষিকীতে বেশ রোম্যান্টিক একটা ক্যাপশনও লেখেন তিনি।

ক্যাপশনে লেখেন, ‘দেখতে দেখতে আটটা বছর কেটে গেললো। এখনো অনেক বছর কাটানো বাকি। সবকিছুর জন্য ধন্যবাদ পুচকু। আমি তোমাকে ভালোবাসি’।

দম্পতির পোস্টে অবশ্য ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। সেখানেই সবচেয়ে মজাদার কমেন্ট করেন অভিনেতা দেব।

তিনি লেখেন, ‘আরো আশি বছর কাটানোর জন্য সাবধানে থাকো। বেশি বের হস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা’।

এরপরেই মজার ইমোজি দেন তিনি। সঙ্গে দু’জনকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছাও জানান।

উত্তরে অবশ্য সোহম বলেন, ‘বল ভাই বল, ধন্যবাদ। তুমিও নিজের যত্ন নিও’। সঙ্গে বেশ কিছু খুশির ইমোজিও জুড়ে দেন অভিনেতা। তাদের এ কমেন্ট সেশনে নানা ধরনের করতে দেখা যায় তাদের অনুরাগীদের।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবেই ছোটবেলা থেকেই সোহম চক্রবর্তী মূলত টালিপাড়ায় খ্যাত। ‘ছোটো বউ’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে তার একটি সংলাপ ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো’ অত্যন্ত জনপ্রিয়। এ ডায়লগ নিয়ে অভিনেতাকে সোহমকে প্রচুর মিম এবং ট্রোল সহ্য করতে হয়েছে। এবার দেবও সিনে জগতের সতীর্থের সঙ্গে মজা করলেন। যা অবশ্য দুই তারকার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় দারুণ উপভোগ করছেন।

আপনি আরও পড়তে পারেন