বরিশালে মাস্ক না পরায় ভ্রম্যমান আদালত ৫৩ জনের জরিমানা আদায়

বরিশালে মাস্ক না পরায় ভ্রম্যমাল আদালত ৫৩ জনের জরিমানা আদায়

জামাল কাড়াল বরিশাল প্রতিনিধি।

বরিশালে ভ্র্যম্যমান আদালত নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে অর্থদন্ড দিয়েছেন এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের। এ অভিযান শুরু হয় ২৬ শে নবেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত।
জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ (দ্বিতীয় দফা সংক্রামন) ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
শরীফ মো. হেলালউদ্দিনের ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোট ৫৩জন ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন।  

আপনি আরও পড়তে পারেন