চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী হয়রানিরোধে জেলা পুলিশের অভিযান

চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী হয়রানিরোধে জেলা পুলিশের অভিযান

মোঃ রাসেল দেওয়ান (চাঁদপুর)

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেছেন, যাত্রীদের কাছ থেকে অনেক অভিযোগ আসছিলো লঞ্চে ও লঞ্চ ঘাটে যাত্রীদের হয়রানি করা হয়, সিএনজি ড্রাইভার যারা এখানে থাকে তারা হল্লা করে যাত্রীদের মালামাল টানাটানি করে এবং রিসিড ছাড়া চাঁদা আদায় করা হয়। তারই পরিপ্রেক্ষিতেই প্রায় আমরা কয়েকদিন আগে লঞ্চ ঘাট এরিয়ার সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করা হয়েছিলো। তখন আমরা তাদেরকে সিএনজি ড্রাইভারদের পোশাক থাকা, ইজারাদার তাদের নির্দিষ্ট জায়গায় থাকাসহ বিভিন্নরকমের কিছু নিয়ম শৃঙ্খলার কথা বলেছিলাম। কিন্তু তারা সেটা মানে নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী হয়রানিরোধে চাঁদপুর জেলা পুলিশের অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।স্নিগ্ধা সরকার আরো বলেন, পূর্বের সভায় আমরা তাদেরকে নিয়ম শৃঙ্খলার কথা জানিয়ে দেয়ার সাথে সাথে তাদেরকে ১ সপ্তাহের সময়ও দিয়েছিলাম কিন্তু তারা নিয়ম শৃঙ্খলার কথা না মানায় আজকে এই অভিযান করা হলো।যতদিন লঞ্চ ঘাটে এলাকার সংশ্লিষ্টরা নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসবে ততদিন যাত্রী হয়রানি রোধে আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন, পুলিম পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, পুরান বাজার ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, টিআই মোঃ সাইফুল, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এসময় অভিযানে ২১ জনকে আটক করা হয়।

আপনি আরও পড়তে পারেন