পেকুয়ায় হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

মো:জহিরুল ইসলাম

,পেকুয়া,কক্সবাজার প্রতিনিধিকক্সবাজারের পেকুয়ায় হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২৭ নভেম্বর জুমাবার পেকুয়া চৌমুহনীস্থ জমিদার বাড়ী জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম।হা:মৌ: আব্দুর রশিদের সভাপতিত্বে ও হাফেজ নুর মোহাম্মদের সঞ্চালয় উক্ত হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হা:জামাল উদ্দিন তৌহিদ ও হা:আমিরুল ইসলাম।

পেকুয়া পুরাতন জমিদার বাড়ি হাবিবিয়া হেফজখানার প্রধান পরিচালক ও হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র পেকুয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হা:নুর মুহাম্মদ জানান,হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় পেকুয়া উপজেলার বিভিন্ন হেফজখানার প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।


এসময় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।মহাগ্রন্থ আল কুরাআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ায় হচ্ছে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র উদ্যেশ্য।

আপনি আরও পড়তে পারেন