বেয়ারেস্টোর ব্যাটেই হারল দক্ষিণ আফ্রিকা

বেয়ারেস্টোর ব্যাটেই হারল দক্ষিণ আফ্রিকা

বেয়ারেস্টো ঝড়ে ঘরের মাঠে হারের তিক্ততা পেল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনের নিউল্যান্ডসে সফরকারী ইংল্যান্ডের সামনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৮০ রানের বড় লক্ষ্য দিয়েও জিততে পারল না স্বাগতিকরা। সফরকারী ইংলিশ ব্যাটসম্যানদের কাছে উড়ে যেতে হলো তাদের। ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় সফরকারী ইংল্যান্ড।

১৮০ রানের লক্ষে খেলতে নেমে বেয়ারেস্টোর ৪৮ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংসের কাছে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯টি চার আর ৪ ছক্কায় এই রান করেন তিনি। 

এর আগে কেপটাউনে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তবে ইনিংসের শুরুতেই স্যাম কুরানের বলে ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৬ রানের মাথায় ৫ রান করে ফিরে যান টেম্বা বাভুমা।

দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক আর ফাফ ডু প্লেসি মিলে গড়েন ৭৭ রানের জুটি। দলীয় ৮৩ রানের মাথায় আউট হয়ে যান ডি কক। ২৩ বলে ৩০ রান করে বিদায় নেন তিনি। ফাফ ডু প্লেসি ৪০ বলে খেলেন সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস। 


শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের মধ্যে স্যাম কুরান নেন ৩ উইকেট। এ ছাড়া জোফরা আর্চার, টম কুরান এবং ক্রিস জর্ডান নেন ১টি করে উইকেট।

জবাবে, শুরুতেই বড় ধরনের বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। শূন্য রানেই ফিরে যান ওপেনার জেসন রয়। এরপর টিকতে পারেননি জস বাটলারও। ৬ বলে ৭ রান করে আউট হয়ে যান তিনি। ডেভিড মালান আউট হন ২০ বলে ১৯ রান করে। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ব্যাকফুটে তখন উইকেটে থিতু হন জনি বেয়ারেস্টো আর বেন স্টোকস। দুজন মিলে গড়েন ৮৫ রানের জুটি। এই জুটিই জয়ের বন্দরে ভিড়িয়ে দেয় সফরকারীদের। 

৮৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেয়ারেস্টো। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ লিন্ডে এবং লুঙ্গি এনগিদি নেন ২টি করে উইকেট। 

আপনি আরও পড়তে পারেন