”স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ চকরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন”

”স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ চকরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন”

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ চকরিয়া উপজেলার খুটাখালীতে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

  শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেদাকচ্ছপিয়া এলাকার  ছলিম উল্লাহ মেম্বারের  নিজস্ব কার্যালয়ে  তিনি এই কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন। এসময় শতাধিক গরীব, অসহায় ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসাইন, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুল ইসলাম আদরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 খুটাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছলিম উল্লাহ জানান, জেলার বিভিন্ন ইউনিয়নে নানা প্রকার উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কক্সবাজারের সন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। তারই অংশ হিসেবে খুটাখালী ইউনিয়নে স্কুল-মাদ্রাসা ও মসজিদ নির্মান, চলাচল সড়ক সংস্কারসহ করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করেছেন।

 শুক্রবার সকালে চলমান শীত মৌসুমে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে তিনি নিজ হাতে কম্বল বিতরণ করলেন।

 ব্যক্তিগত তহবিল থেকে এ মানবিক সহায়তা সমূহ প্রদান করায় তিনি হেলালুদ্দীন আহমেদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

আপনি আরও পড়তে পারেন