চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী

ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় বর্তমানে আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) বা নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশাব্যক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আপনি আরও পড়তে পারেন