ইকবাল খন্দকার – আমাদের গর্ব, আমাদের অহংকার।

ইকবাল খন্দকার - আমাদের গর্ব, আমাদের অহংকার।

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব উপজেলা প্রতিনিধি (নরসিংদী)

নরসিংদির বেলাবোর সন্তান ইকবাল খন্দকার একজন কথাসাহিত্যিক, একজন টিভি উপস্থাপক, একজন গীতিকার, একজন নাট্যকার এবং টিভি অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটার। তাঁর জন্ম নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাবলা গ্রামে। তাঁর বাবার নাম মরহুম মোঃ শামসুদ্দীন খন্দকার এবং মায়ের নাম আমিনা খাতুন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ইকবাল খন্দকার শিক্ষাজীবন শুরু করেছেন ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত ইকবাল খন্দকারের লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৭টি। বইগুলো হলো- ১.ভুলে যেও আমায় ২. এ হৃদয় চায় তোমাকে ৩. নিঃশব্দ নির্বাসন ৪. তরুণী তখন ঘরে একা ৫. কুমারীর নিষিদ্ধ স্পর্শ ৬. বীভৎস সেই মধ্যরাত ৭. ছুঁয়ে দাও বালিকা ৮. তুমি ছাড়া একলা আমি ৯. ভালোবাসি হয়নি বলা ১০. বিদায় মা ১১. ভালো থেকো মা ১২. তোমার জন্য প্রার্থনা  ১৩. তালাকপ্রাপ্তা  ১৪. বাজান ১৫. মনে করো আর দেখা হবে না ১৬. কয়েদখানা  ১৭. তরুণীর খুলি  ১৮. একটি বেওয়ারিশ লাশ ১৯. একটি চাঞ্চল্যকর খুন ২০. সুইসাইড রুম ২১. একাত্তরের বদ্ধঘর ২২. মেয়েটিকে খুন না করলেও হতো ২৩. রোল নং এক ২৪. স্কুলজুড়ে আতঙ্ক ২৫. অপারেশন দস্যুবাড়ি ২৬. লম্বু জনি ২৭. রহস্যময় ক্লাসরুম ২৮. ক্লাস লিডার ২৯. ভয়ঙ্কর ডাকুবাড়ি ৩০. দুর্ধর্ষ মুখোশধারী ৩১. রহস্যময় গোয়েন্দা ৩২. কালাদিঘি রহস্য ৩৩. দুঃসাহসী বিচ্ছুদল ৩৪. অন্ধ গোয়েন্দা ৩৫. গলাকাটা গোয়েন্দা ৩৬. রহস্যময় গুহা ৩৭. লাশবাড়ি অ্যাটাক ৩৮ ছদ্মবেশী ঘাতক ৩৯. একচোখা গোয়েন্দা ৪০. কফিন রহস্য ৪১. কঙ্কাল বাড়ি ৪২. বুলেট আতঙ্ক ৪৩. নাইট গ্যাং ৪৪. দস্যুর কবলে ক্লাসরুম ৪৫. গলাকাটা ভূত ৪৬. তিনচোখা ভূত ৪৭. রক্তচোষা ভূত ৪৮. ভুতুড়ে লাশঘর ৪৯. লাশখেকো পিশাচ ৫০. অভিশপ্ত স্টেশন ৫১. রক্তখেকো পাহাড় ৫২. অভিশপ্ত সিন্দুক ৫৩. ভুতুড়ে ডাকঘর ৫৪.ছমছমে ভূতঘর ৫৫. রাক্ষুসে দোলনা ৫৬. মধ্যরাতের প্রেতাত্মা ৫৬. ছড়ায় ছড়ায় কৌতুক ৫৭. দাঁত ভাঙা হাসি ৫৮. বস্তা ভরা হাসি ৫৯. ফাটাফাটি হাসি ৬০. জবরদস্ত হাসি ৬১. গুদাম ভরা হাসি ৬২. গড়াগড়ি হাসি ৬৩. পেটফাটা হাসি ৬৪. দাঁতখোলা হাসি ৬৫. রমরমা হাসি ৬৬. বিরতিহীন হাসি ৬৭. মহাবিপদে ছোটমামা ৬৮. ভুতুড়ে বটগাছ ৬৯. টিফিনবক্সে দৈত্য ৭০. দোয়েল ও জোনাকি ৭১. অহংকারী অজগর ৭২. বনজুড়ে হইচই ৭৩. কাকের গান শেখা ৭৪. শালিক ও কাঠঠোকরা ৭৫. ইঁদুর ও কাক ৭৬. এক যে ছিল কেঁচো ৭৭. বাঘের গুহায় একদিন ৭৮. শেয়াল ও মাকড়সা ৭৯.টার্গেট ফার্স্টবয় ৮০. ভাঙাবাড়ি রহস্য ৮১. রক্তবন অভিযান ৮২. অভিশপ্ত দরজা ৮৩. বুলেট আতঙ্ক ৮৪. রহস্যময় মৃত্যুসড়ক ৮৫. ছমছমে পিশাচবাড়ি ৮৬. জিতুর রুমমেট ৮৭. মুখোশপরা খুনি। ইকবাল খন্দকার দীর্ঘ ৮ বছর ধরে উপস্থাপনা করছেন বিভিন্ন টিভি-চ্যানেলে। তাঁর উপস্থাপনায় বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান হলো- বেআক্কেলের আড্ডা (একুশে টিভি), সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছোট মিয়া (বৈশাখী টিভি), শিক্ষার আলো (বিটিভি), বইমেলা প্রতিদিন (গাজী টিভি), সেদিনের তারকা (বিটিভি), গল্পে শুনি যাদের নাম (বিটিভি), পণ্ডিতের পাঠশালা (এশিয়ান টিভি), বই নবান্ন (এসএ টিভি), তারকাদের ঈদ (বিটিভি), বৈশাখের রঙ্গরস (এশিয়ান টিভি), গানালাপ ডটকম (বিটিভি), আশ্রয়ণে ঈদ (বিটিভি), ঈদ রঙ্গরস (এশিয়ান টিভি), গান আলাপন (বিটিভি), সেলেব্রিটি আড্ডা (এশিয়ান টিভি), সেলেব্রিটি আর্কাইভ (এশিয়ান টিভি), কুরবানির হাট (বিটিভি) ইত্যাদি। ইকবাল খন্দকারের লেখা প্রকাশিত গানের সংখ্যা ৫০টিরও বেশি। তাঁর লেখা এবং বেলাল খান ও পড়শীর গাওয়া ‘ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি’ গানটি তমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও তাঁর লেখা আসিফের গাওয়া ‘সব তারা নিভে যাক’, আরফিন রুমি ও লুইপার গাওয়া ‘তোমায় ভালোবাসি’, বেলাল খানের গাওয়া ‘মেঘলা দুপুরে কার নূপুরে’ গানগুলোও সাদরে গ্রহণ করেছেন শ্রোতারা। বিভিন্ন টিভি চ্যানেল প্রচারিত ইকবাল খন্দকারের লেখা নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- কদম চোরা, বিয়ে করবো স্পন্সর চাই, রোজাদার ইত্যাদি। আন্তর্জাতিকমানের অনুষ্ঠান ‘কে হতে চায় কোটিপতি’র স্ক্রিপ্ট লেখায়ও সম্পৃক্ত ছিলেন ইকবাল খন্দকার। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আগামী একুশে মেলার জন্য বই লেখা এবং বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’ উপস্থাপনার কাজে। তার অসাধারণ সৃজনশীলতা ও মৌলিক লেখনী আমাদের সাহিত্য জগতের পরিধি আরও ব্যাপক করেছে। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার।               

আপনি আরও পড়তে পারেন