সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিল বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাঁতারু বগুড়ার রাব্বি

সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিল বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাঁতারু বগুড়ার রাব্বি

গতকাল সোমবার সকালে  শুরু হয় ১৫তম বাংলা চ্যানেল সাঁতার পর্ব।  এইবারই সর্বোচ্চ সংখ্যক (৪০জন) সাঁতারু অংশ গ্রহণ করেছিল।

বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশি সাঁতারুদের মধ্যে বগুড়ার রাব্বি-ই  সর্বকনিষ্ঠ। সবার আগে সবচাইতে অল্প সময়ে প্রায় ১৬.১ কি.মি. বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সে প্রথম স্থান অধিকার করেছে। 

বগুড়ার সুবিল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ১৩ বছর ৬ মাস বয়সী রাব্বি রহমান আজ সোমবার বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ১৫তম বাংলা চ্যানেল সাঁতারে ৩ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করে। এ পর্যন্ত বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশি সাঁতারুদের মধ্যে রাব্বি সর্বকনিষ্ঠ।

সেন্ট মার্টিন দ্বীপে তখন বেলা পৌনে একটা। বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়ে মাটি ছুঁল রাব্বি রহমানের পা। সৈকতে সাঁতার আয়োজনের স্বেচ্ছাসেবক ও পর্যটকদের ভিড়। সমস্বরে সবাই চিৎকার করে উঠল ‘পিচ্চিটা ফার্স্ট’। তিন-চারজন স্বেচ্ছাসেবক রাব্বিকে কোলে তুলে নিয়ে এলেন সৈকতে। বাবা সাঁতার প্রশিক্ষক আলালুর রহমান জড়িয়ে ধরলেন ছেলেকে।

এ ব্যাপারে তার এক আত্মীয় বলেন, “রাব্বি ছোট বেলা থেকেই খুব সাহসী ছেলে, তাকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম, কিন্তু আজ আমি অনেক খুশি। এত অল্প বয়সেই সে অসাধ্য সাধন করেছে।  আমাদের বগুড়ার গর্ব, উত্তরবঙ্গের গর্ব সে।”

এদিকে ফেইসবুকে হাজারো মানুষের ভালবাসা আর প্রশংসায় ভাসছেন বগুড়ার ছেলে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই সাঁতারু। 

আপনি আরও পড়তে পারেন