নরসিংদীতে করোনা মোকাবিলায় বিনামূল্যে মাস্ক বিতরণ

নরসিংদীতে করোনা মোকাবিলায় বিনামূল্যে মাস্ক বিতরণ

সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী প্রতিনিধিঃ


নরসিংদীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ সকাল ১১ টায় জেলখানার মোড়ে সংবাদ কর্মী রদ্র জনসাধারণের মধ্যে বিনামূলে মাস্ক বিতরণ করেন।


এসময় পথ সভার মাধ্যমে সাধারণ মানুষদের করোনার ভয়াবহতায় মাস্ক ব্যবহারের গুরত্ব ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


এসময় রিক্সাচালক শাহীন মিয়া বলেন, বিগত সময় ধরে এই সংবাদকর্মী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে তার মাস্ক বিতরণ দেখে আমরা খুবই আনন্দিত।


জেলখানার মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিকের পুলিশের এক কর্মকর্তা বলেন সংবাদকর্মীর রদ্রর এই দায়িত্বশীল কর্মকান্ডে আমরা খুবই খুশি। আমার মতে, সকলের এইভাবে এগিয়ে আসা উচিত।


কর্মসূচিতে অংশ নেন সংবাদ কর্মী মাসুম, রাসলে সহ আরো নরসিংদীর জেলার অনেক সংবাদকর্ম। এ সময় সংবাদ কর্মী রদ্র বলেন, পরবর্তীতে বিভিন্ন উপজেলায় বিনামূলে মাস্ক বিতরণ করা হবে। প্রয়োজনে গ্রাম পর্যান্তে যাওয়ার চিন্তা-ভাবনা আছে আমাদের।

আপনি আরও পড়তে পারেন