আনোয়ারায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা


আনোয়ারায় যত্রতত্রে গড়ে উঠা অনুমতিবিহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার,(০৩ ডিসেম্বর) উপজেলার সাইনিং ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক ও স্টার ল্যাবে ভ্রাম্যমান আদালতের অভিযান   পরিচালিত হয়।এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন।


এতে স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার কারণে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালকে ২৫,০০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্টার ল্যাবকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ এসেছে। অভিযানের ধারাবাহিকতায় আজকেও দ্বতীয় দফায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন