ক্লাস থ্রি থেকে শখ করে কবুতর পোষেন ডিপজল

ক্লাস থ্রি থেকে শখ করে কবুতর পোষেন ডিপজল

পুরো নাম মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক। মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্র পা রাখেন ডিপজল। ১৯৯৩ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘টাকার পাহাড়’।

তারপর ক্যারিয়ারে প্রায় ৩৫০টি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। মূলত খল অভিনেতা হিসেবেই ব্যাপক পরিচিত তিনি। জনপ্রিয় এ অভিনেতার রয়েছে ভিন্ন ধরনের শখ। তার মধ্যে একটি হচ্ছে- কবুতর পালন।

সাভারে তার নিজ বাড়িতে কবুতর পালন করেন ডিপজল। বাণিজ্যিকভাবে নয়, শখের বসেই কবুতর খামার গড়ে তুলেছেন তিনি। তার সংগ্রহে আছে দেশীয় জাতের পায় ৮-১০ হাজার কবুতর। পাঙ্খি, রানি, আর্মি, জুটপরী, সাফটিলা, টিলা, ন্যাপ্টাসহ প্রায় ২০ জাতের কবুতর আছে ডিপজলের সংগ্রহে। এছাড়া পায়রা দৌড়ে অংশ নেওয়ার জন্য আছে বিভিন্ন রেসার কবুতর।

কবুতর পালন প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি কবুতর পালি ক্লাস থ্রি থেকে, ছোটবেলা থেকে। এখনও পালছি, ভালো লাগে। অন্য দশজন থেকে ভিন্ন কবুতর আমার কাছে পাবেন। অন্য দশজন যেভাবে পালে তা থেকে ভিন্নভাবে আমি পালি। কবুতর উড়ানো আমার ভালো লাগে।’

তিনি আরও বলেন, ‘আমার এখানে সর্বোচ্চ ৫ লাখ টাকা দামের কবুতর আছে। এ দামের প্রায় ১০০টি কবুতর আছে। তার নিচে ৫০-৬০ হাজার টাকার কবুতরও আছে।’

শখের বসেই কবুতর পালন করেন ডিপজল। তবে তিনি মনে করেন, কেউ চাইলে এসব পালন করে সাবলম্বী হতে পারে। তার ভাষায়, ‘এছাড়া গরু পালি, ছাগল পালি, হাঁস-মুরগি সবই পালি। পশু জাতীয় যা আছে সব পালতে আমার ভালো লাগে।’

অভিনয়ের বাইরে ডিপজল প্রযোজনা ও পরিচালনা করেছেন একাধিক সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি শিল্পী সমিতির সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন।

আপনি আরও পড়তে পারেন