ময়মনসিংহে ১২ মোটরসাইকেল চোর গ্রেফতার

ময়মনসিংহে ১২ মোটরসাইকেল চোর গ্রেফতার

ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় উদ্ধার করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  পুলিশ জানায়, নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হয়, এমন খবর আসে গোয়েন্দা পুলিশের কাছে। পরে শুক্রবার রাতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের কয়েকটি দল।

ওই সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১২ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন কোম্পানির পাঁচটি মোটরসাইকেল। 

এসময় আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের মো. শিমুল ইসলাম শিপন, বাজিতপুরের মো. জুনাইদ, ব্রা‏‏হ্মনবাড়িয়ার সরাইলের মো. আবু বক্কর, নাসিরনগরের মো. মানজু মিয়া, মো. হেফজু মিয়া, মো. ইকরাম, মো. শাহাঙ্গীর, মো. আলম মিয়া, মো. মোকারম, ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. মুছা মিয়া, মো. আকাশ,  গফরগাঁওয়ের মো. রাজিব মিয়া।

  এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার বিকেলে আসামিদের আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

   ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মোটরাসইকেল চুরি করে জড়ো করে সেগুলো বিক্রি করত চক্রটি। খবর পেয়ে অভিযান চালিয়ে চক্রটিকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন