সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর এর ” দুদু” জেল হাজতে

সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর এর " দুদু" জেল হাজতে

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুদু (৪০) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে আজ সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।


থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রাজিব হাসান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই জিয়া উদ্দিন ও এএসআই শফিকুল ইসলাম ৪ ঠা ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কদমতলা গ্রাম  নিবাসী মৃত মোঃ নূরুল হক এর ছেলে আদালত কর্তৃক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মোঃ দুদু মিয়া (৪০) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।


গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রাজিব হাসান  বলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুদু মিয়া(৪০) কে অতি সুকৌশলে গ্রেপ্তার করা হয়। আজ ৫ ই ডিসেম্বর  তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন