বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় দোহার-নবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় দোহার-নবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ


দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধীতা ও অবমাননাকারীদের বিরুদ্ধে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পৃথক কর্মসূচী পালন করেছেন।


রোববার দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কায়কোবাদ চত্তর ঘুরে এসে প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সাহেব আলী প্রমূখ।


অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৪টায় দোহার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ নেতাকর্মীরা। পরে স্বাধীনতা চত্তরে প্রতিবাদ সভা করা হয়। এসময় অবমাননাকারীদের সাজা না দেয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ করেন নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের নজরুল ইসলাম বাবুল, আলাউদ্দিন মোল্লা, গিয়াস আল মামুন, আওলাদ হোসেন, শাজাহান মোল্লা, রাহিম কমিশনার, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন