পরীক্ষা সম্পন্নের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষা সম্পন্নের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

অনি আতিকুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
স্মাতক(সম্মান) শেষ বর্ষের স্থগিতকৃত ও অ-অনুষ্ঠিত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে এ সংক্রান্ত একটি স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে ইতোমধ্যে ১৮টি বিভাগে স্মাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশিত হয়েছে। বাকি রয়েছে ৭ বিভাগ। এদের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস সম্পন্ন হলেও এখনও চূড়ান্ত পরীক্ষা শুরুই হয়নি। এছাড়া ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুুক্তির ৬টি, গণিতের ২টি, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজের ৪টি এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬টি কোর্সের পরীক্ষা সম্পন্ন হলেও বাকি পরীক্ষাগুলো আটকে আছে। ফলে বিদেশে উচ্চতর গবেষণার জন্য আবেদন কিংবা দেশের গুরুত্বপূর্ণ চাকুরি পরীক্ষায় অংশ নিতে পারছেন না তারা। বাধ্য হয়ে মানববন্ধন করছেন বলে জানান শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চার বছরের কোর্স পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে। আমরা অনেক পিছিয়ে পড়েছি। করোনার মধ্যেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে তেমন আন্তরিকতা দেখতে পাচ্ছি না। আমরা দ্রুত পরীক্ষা গ্রহনের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও উপলদ্ধি করছি। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সভাপতি বরাবর আবেদন করার পরামর্শ দিয়েছি। তারা একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি তুললে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিব।’


আপনি আরও পড়তে পারেন