সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

নিজে প্রেসিডেন্ট পদে বহাল থাকতে সুপ্রিমকোর্টে গিয়েও ব্যর্থ হলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের মামলাটি খারিজ করে দিয়েছেন। ফলে ট্রাম্প আরেকটি বড় ধাক্কা খেলেন।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী হিসেবে প্রত্যয়ন না করার জন্য সেখানকার আদালতে আবেদন করেছিল ট্রাম্প শিবির। পেনসিলভানিয়ার আদালত মেইলে দেয়া ভোট বাতিলের দাবিতে করা এ মামলা আগেই খারিজ করে দেয়। পরে সুপ্রিমকোর্টে আপিল করে ট্রাম্প শিবির। কিন্তু, মঙ্গলবার সুপ্রিমকোর্ট ট্রাম্প শিবিরের মামলাটি খারিজ করে দেন। 

এই রায়ের ফলে রাজনৈতিক ও আইনি দু’ভাবে হেরে গেলেন ট্রাম্প। ফলে আগামী সপ্তাহে ইলেক্টোরাল কলেজ বৈঠকে বাইডেনের আনুষ্ঠানিক জয়ের ঘোষণা ঠেকানোর সব পথ বন্ধ হলো।

তবে নিউইয়র্ক টাইমসের তথ্য মতে, জর্জিয়া, অ্যারিজোনা ও উইসকনসিন অঙ্গরাজ্যের একাধিক মামলা ৮ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সর্বশেষ টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন অন্য চার অঙ্গরাজ্যের ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিমকোর্টে। মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্য ভোটে অনিয়মে জড়িত ছিল এবং তার তদন্ত প্রয়োজন বলে আবেদন জানানো হয়েছে।

১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের ভোট হবে। যুক্তরাষ্ট্রের নিয়ামানুযায়ী কোনো রাজ্যে পপুলার ভোটে জয়ী প্রার্থীকে ভোট দেবেন ওই রাজ্যের ইলেক্টোরাল কলেজ। ওই দিনই বাইডেনকে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা করা হবে। ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

আপনি আরও পড়তে পারেন