শিশির-কুয়াশায় টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন

শিশির-কুয়াশায় টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন

ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যা না হতেই কুয়াশায় ছেয়ে যায় শহর। বাড়তে থাকে শিশিরের বিড়ম্বনা। দিনের বেলাতেও দেখা মেলে না সূর্যর। এ অবস্থায় ক্রিকেট মাঠে বল-ব্যাট নিয়ে খেলা হয়ে ওঠে দুষ্কর।

তাই ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’-এর সময়-সূচিতে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘন কুয়াশা আর অতিরিক্ত শিশিরের কারণে টুর্নামেন্টের শেষ দিকে এসে ক্রিকেট বোর্ড সূচি পরিবর্তন করতে বাধ্য হয়।

নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় (টস ১২টা) ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায় (টস ৫টা)। নতুন সময় কার্যকর হবে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ম্যাচ থেকে।

যে দিনগুলোতে কেবল ম্যাচ একটাই ওইদিন খেলা শুরু হবে সাড়ে ৪টায়। টস হবে ৪টায়। অর্থাৎ টুর্নামেন্টর দ্বিতীয় কোয়ালিফায়ারও ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

বুধবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টেকনিক্যাল কমিটির কনভেনার জালাল ইউনুস স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন