ঘাটাইলে ৫ইটভাটা মালিক৭ লাখটাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঘাটাইলে ৫ইটভাটা মালিক৭ লাখটাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে অভিযান চালিয়েছে র‌্যাব।

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে এই অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ ইটভাটার মালিককে নগদ সাত লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ নং কোম্পানী সূত্রে জানা যায়, পরিবেশ দূষণকারী অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা স্থাপনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ক(নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা৪/৪ক/৫(১)/৫(২)/৭/৮(ত) লংঘন করায় ঘাটাইল উপজেলার মেসার্স সচল ব্রিকসের মালিক আব্দুল্লাহ জুবায়ের জুয়েলকে ৩ লাখ টাকা, এ.এ.এম ব্রিকসের মালিক শাহজাহান আলীকে ১ লাখ টাকা, মেসার্স কে,আর,বি ব্রিকসের মালিক রতন খাঁনকে ১ লাখ টাকা, প্রগতি ব্রিকসের মালিক হাফিজুর রহমান রতনকে ১ লাখ টাকা, সততা ব্রিকসের মালিক রুহুল আমিনকে ১ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। 

আপনি আরও পড়তে পারেন