সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে বির্তকিত করার চেষ্টা অভিযোগ ইঞ্জিঃ মাসুমের

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে বির্তকিত করার চেষ্টা অভিযোগ ইঞ্জিঃ মাসুমের

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির স্বাক্ষরিত মেয়র প্রার্থীদের নাম প্রস্তাব করার চিঠি জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে একটি কুচক্রিমহল। এতে উপজেলা আহবায়ক কমিটিকে বির্তকিত করার চেষ্টা চালাাে হচ্ছে বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বুধবার রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ইঞ্জিঃ মাসুম বলেন, সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে বসে একটি সভা করে পৌরসভার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম প্রস্তাব করি। সেখানে আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৬ জন মেয়র পদে প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে আওযামীলীগ, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ ও আইনজীবিসহ প্রাথী রয়েছেন ৬ জন এবং তাদের সবাইকে আমরা যোগ্য মনে করে ৬ জনের নামই প্রস্তাব করি। যাতে কেউ নাম নিয়ে প্রশ্ন তুলতে না পারে। কিন্তু আজ বুধবার বিকেলে দেখি আমাদের নাম ও স্বাক্ষর জাল করে তারিখ বিহীন আওয়ামীলীগের প্যাডে হুবহু আরেকটি চিঠি পোষ্ট করা হয়েছে। তাতে দেখা গেছে আহবায়ক এডভোকেট

সামসুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরটি জাল, যে স্বাক্ষর তিনি কখনো কোথাও ব্যবহার করেননি। আর আমার স্বাক্ষরটিও জাল যেটার মধ্যে কিছু ত্রুটি রয়েছে। আমি মনে করি কোন দুষ্ট চক্র আমাদের সফল কাজকে প্রশ্নবিদ্ধ করে ফায়দা হাছিলের চেষ্টা করেছেন। কারন সোনারগাঁও আওয়ামীলীগের আহবায়ক কমিটি দূর্ণীতিমুক্ত ও সমালোচনার উর্ধ্বে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক আমরা দলকে পরিচালিত করে সকল কর্মসুচী সফল ভাবে পালন করছি। আগামী পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে সে হবে উপজেলা আওয়ামীলীগের প্রার্থী। আমরা যে কোন মুল্যে আমাদের নেতাকর্মীদের নিয়ে পৌরবাসীর ভোটে নৌকা প্রতিককে বিজয়ী করে সোনারগাঁও পৌরসভাটি শেখ হাসিনাকে ২০২১ সালের প্রথম প্রহরে নববর্ষের শুভেচ্ছা জানাবো ইনশাল্লাহ।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ করে সোনারগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুনেসা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাছরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গণি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন।

এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গত ৪ তারিখে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামছুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আহবায়ক কমিটির সদস্য আবু খাঁন মিলে পৌরসভার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে তাদের মতামতের বৃত্তিতে ছগীর আহম্মেদ, নাসরিন সুলতারা ঝরা, গাজী মুজিবুর ও এডভোকেট ফজলে রাব্বির নাম প্রস্তাব করে কেন্দ্রে জমা দেন।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আহবায়ক কমিটি ও নারায়ণগঞ্জের একজন ক্ষমতাশীন দলের এমপিকে সাথে নিয়ে তার ইচ্ছা অনুযায়ী ৬ জনের নাম প্রস্তাব করে জেলা আওয়ামীলীগের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় নেতাদের কাছে প্রেরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন