আজ হাাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজ হাাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হিলি স্থলবন্দর  প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার হাকিমপুরে  নিরবতা পালন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


৪৯ বছর আগে যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শ্রদ্ধাভরে স্মরণ করে হাকিমপুর দিবসটি উপলক্ষে
উপজেলা প্রশাসনের আয়োজনে  আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। এর পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, এনএসআই হিলি অফিসের এডি আজম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিন নেতৃবৃন্দরা।


সভায় বক্তরা বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতিকে মেধাশুন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনীরা বিজয়ের আগ মুহুর্তে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তাদের সেই আত্মত্যাগের কথা জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরন করবে বলেও জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন