টস হেরে ব্যাটিংয়ে ঢাকা, ২২ রানে নেই ৩ উইকেট

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা, ২২ রানে নেই ৩ উইকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে টস জিতে মুশফিকুর রহিমের ঢাকার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে ঢাকা। ৫.৫ ওভারে দলীয় ২২ রানে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মুশফিকু রহিমের নেতৃত্বাধীন দল।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান বরিশালের মেহেদী হাসান মিরাজ। এ অফ স্পিনারে বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম শেখ। আগের ম্যাচে এই বরিশালের বিপক্ষেই ৬৪ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি জাতীয় দলের এ ওপেনার। সোমবার ফেরেন ১১ বলে মাত্র ৫ রান করে।

নাঈমের বিদায়ের পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তাসকিনের করা প্রথম ওভারের প্রথম বল ডট দেন আল-আমিন। দ্বিতীয় বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। দলীয় ৬ রানে নাঈম শেখ ও আল-আমিনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা।

এরপর দলীয় ২২ রানে সাব্বির রহমানেরও উইকেট হারায় ঢাকা। সাব্বিরকে ৮ রানে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান সোহরাওয়ার্দী শুভ।

ঢাকা-বরিশালের মধ্যকার এই ম্যাচে যারা হেরে যাবে, তাদের বিদায় নিশ্চিত। আর যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচের (চট্টগ্রাম-খুলনা) হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার সাড়ে ৪টায় মুখোমুখি হবে।

আগের ম্যাচে ঢাকাকে হারিয়েই শেষ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছে বরিশাল। ওই ম্যাচে তাহহিদ হৃদয়, আফিফ হোসেন ও সাইফ হাসান; এই তিন তরুণের ফিফটিতে ভর করে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। বড় স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ২ রানে হেরে যায় ঢাকা।

সেই ম্যাচের পরাজয় তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকার গায়ে। তার আগেই তারা প্লেঅফ নিশ্চিত করেছিল। তবে আজকের ম্যাচ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে ফাইনালের আগেই বিদায় নিতে হবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা অথবা তামিম ইকবালের বরিশালের।

আপনি আরও পড়তে পারেন