টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল থেকে ঃ


গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা সদর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমুখ।


পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অপর দিকে রাত ১২টা ১মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে মোমবাতি প্রজ্বলন করে দিবসের কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন। রাত ১২টা ১০মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন। এ ছাড়া (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫মিনিটে ভাইস-চ্যান্সেলর জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন।

আপনি আরও পড়তে পারেন