নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।


উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির ।


সভায় আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সুভাষ চন্দ্র প্রামানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার সোহেল রানা।


সভা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্গকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মহামূল্যবান বঙ্গবন্ধুর লেখা বই প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন