সোনারগাঁওয়ে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা


মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন না মানায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজারে মাংসের দোকানে অভিযান পরিচালনা করে ৬ দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৪ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ না মেনে মাংস বিক্রি করার অভিযোগে বাজারের সবগুলো মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইন না মেনে মাংস বিক্রি করায় মাংসের দোকান মালিক জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, আসমত আলী ও আসান উল্লাহকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আপনি আরও পড়তে পারেন