শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে টিম রেইনবো’র বিজয় দিবস পালিত

শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে টিম রেইনবো'র বিজয় দিবস পালিত

আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা


আনোয়ারার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম রেইনবো’র মহান বিজয় দিবস পালন করলো স্বাধীন দেশের গরীব, অসহায়,  পথশিশু ও শীতার্ত মানুষের পাশে শীত বস্তু বিতরণের মধ্য দিয়ে।


গৌরবময় বিজয়ের ৪৯ বছরের মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সংগঠন থেকে চট্টগ্রাম নগরীর অলিতে-গলিতে থাকা সুবিধাবঞ্চিত প্রায় ৪৫০ মানুষের মাঝে শীত বস্ত্র জামা-কাপড় এবং কম্বল বিতরণ করা হয়।


সংগঠনের ৪২ তম প্রজেক্ট হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।এর আগে সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টিম রেইনবো’র প্রতিষ্ঠাতা রিয়াদুল আলম রিয়াদ (সৌরভ আলম) জানান,আমরা বিজয় দিবস স্বাধীন দেশের অসহায়,শীতার্তদের সাথে পালন করার চেস্টা করেছি।এছাড়া গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন