ধামইরহাটে পাখিদের অভায়শ্রম তৈরী করতে গাছে ডালে হাড়ি বেঁধে দিয়েছে “মানব সেবা”

ধামইরহাটে পাখিদের অভায়শ্রম তৈরী করতে গাছে ডালে হাড়ি বেঁধে দিয়েছে "মানব সেবা"

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

পাখি সংরক্ষণ ও অভায়শ্রম তৈরী করতে গাছের ডালে ডালে মাটির হাড়ি বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন ” মানবসেবা”।

তারই ধারা বাহিকতায় সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের নেতৃত্বে ১৮ ডিসেম্বর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার বিভিন্ন প্রজাতি গাছে হাড়ি বেঁধে দিলেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ লেন্ড আফিল বোর্ডের মেম্বার এডিশনাল সচিব আবু হেনা মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, পাখির নিরাপদ আবাসের জন্য আমরা এই ধরণের উদ্যোগ নিয়েছি। এবং সারা উপজেলায় পর্যায় ক্রমে আমরা গাছে গাছে হাড়ি বেঁধে দিব।

আমরা মনে করি প্রতিটি প্রানির বেঁচে থাকার অধিকার রয়েছে সেই অধিকারের জায়গা থেকে আমরা পাখির বাসা তৈরী করে দিচ্ছি। এলাকাবাসী জানান, এমন একটি ভাল উদ্যোগের সাথে একাত্ব হয়েছেন তারা। এর ফলে পাখিরা আশ্রয়স্থল পাবে। 

আপনি আরও পড়তে পারেন