রংপুরের গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মারুফা জামান, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নির্বাচিত ১০০ জন পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খুরশীদ ইকবাল রেজভী। সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সরওয়ারুল হক, রংপুর বিজেআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবুল ফজল মোল্লা, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ।

প্রশিক্ষণে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের প্রযুক্তিমূলক ধারণা দেওয়া হয়। এছাড়া পাটের তৈরি পলিথিন সাদৃশ্য ব্যাগ, বিভিন্ন কার্ড, টাইচ, ঢেউ টিনসহ বিভিন্ন পণ্য চাষীদের দেখান অতিরিক্ত সচিব মোঃ খুরশীদ ইকবাল রেজভী।

আপনি আরও পড়তে পারেন