কালান্দার্সের আইকন আফ্রিদি, আবুধাবিতে গেইল

কালান্দার্সের আইকন আফ্রিদি, আবুধাবিতে গেইল

টি-টেন লিগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালনাদার্স ফ্র্যাঞ্চাইজি কালান্দার্স। দলটি আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন লিগে অংশ নিচ্ছে।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। কালান্দার্সের প্রধান নির্বাহী সামিন রানা এক বিবৃতিতে আফ্রিদিকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আফ্রিদি একজন অভিজ্ঞ ও দুর্দান্ত ক্রিকেটার। তাকে পুনরায় আইকন হিসেবে পেয়ে কালান্দার্স পরিবার গর্বিত।’ 

এর আগে অনুষ্ঠিত টি-টেন লিগে পাকিস্তানি কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার আর কোনো বাধা নেই। কালান্দার্সে পাকিস্তানি ক্রিকেটাররাই বেশি সুযোগ পাচ্ছেন। 

আবুধাবির হয়ে খেলবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। এক ভিডিও বিষয়টি নিশ্চিত করেন গেইল নিজেই। টি-টেন লিগের অফিসিয়াল ফেসবুক পেইজে ভিডিওটি দেওয়া হয়। 

আবুধাবি দলে লুক রাইট, হেইডেন ওয়ালশ জুনিয়র, আভিস্কা ফার্নান্দো এবং রোহান মোস্তফাকে নেওয়া হয়েছে।  এ ছাড়া পুনে ডেভিলসে খেলবেন মোহাম্মদ আমির। আইকন হিসেবে দলটিতে থাকছেন থিসারা পেরেরা। 

আপনি আরও পড়তে পারেন