নৌ পরিবহন প্রতিমন্ত্রীর টেকনাফ স্থলবন্দর পরিদর্শন

নৌ পরিবহন প্রতিমন্ত্রীর টেকনাফ স্থলবন্দর পরিদর্শন

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার 

কক্সবাজার জেলার অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ পুরো জেলাতে পর্যটকদের আরো আর্কষনীয় করে তোলা হবে।


সেন্টমার্টিনকে রক্ষায় পরিকল্পনা রয়েছে সরকারের।
গতকাল সোমবার ২১ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর পরিদর্শন শেষে সেন্টমার্টিন যাত্রাকালে এসব কথা বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 
এর আগে তিনি টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডো জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মুঃ আবুল মনসুর, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ মিজবাহ উদ্দিন আহমদ, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন