লোহাগাড়ায় গুঁড়িয়ে দিয়েছে আরও তিনটি ইটভাটা পরিবেশ অধিদফতর

লোহাগাড়ায় গুঁড়িয়ে দিয়েছে আরও তিনটি ইটভাটা পরিবেশ অধিদফতর

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার


 চট্টগ্রামের লোহাগাড়ায় দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে আরও তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। 


মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত চলামান এ অভিযান পরিচালনা করেন  চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম পরিবেশ অধিদফতর 
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- মেসার্স এস.এম.বি ব্রিকস, মেসার্স এস.বি.এন ব্রিকস, মেসার্স সি.বি.এম। 


এই সময় পরিবেশ ছাড়পত্র , লাইসেন্স না থাকায় এবং  শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠা মেসার্স এস.বি.এন ব্রীকস  নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  গালিফ চৌধুরী,সহকারী পরিচালক আফজারুল ইসলাম, পরিদর্শক নুর হাসান সজীব। 


চট্টগ্রাম জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি।আজকেও লোহাগাড়া উপজেলার চরম্বায ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭ ), ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করেন। 
উল্লেখ্য- গতকাল সোমবার দিনব্যাপী লোহাগাড়া উপজেলার পদুয়া, কলাউজান, চুনতি এলাকায় চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

আপনি আরও পড়তে পারেন