ফেনীতে বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে

ফেনীতে বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে

দেলোয়ার হোসেন, ফেনী প্রতিনিধি,

ফেনীতে প্রথম বারের মতো বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুর্ধ্ব ১২ ও ১৮ দুটি ভাগে ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম  মাঠে জেলার ৩২টি দলের প্রায় ৮ শত খেলোয়াড় অংশগ্রহন করছে। 

বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল -৩টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: ওয়াহিদুজজামান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেনীতে বয়স ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন ফেনীর ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে।এই খেলার মাধ্যমে জেলার প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এবং জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহন করে জেলার সুনাম রাখবে।


জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার,ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। 


 টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক তৌহিদুল ইসলাম তুহিন জানান,উদ্বোধনীয় খেলায় অনূর্ধ্ব -১২ ফেনী ফুটবল একাডেমী পরশুরাম ফুটবল একাডেমীকে ট্রাইবেকারে ৮-৭ গোলে পরাজিত করে।দিনের অপর খেলায় অনূর্ধ্ব -১৮ ফেনী ফুটবল একাডেমী পরশুরাম ফুটবল একাডেমীকে ২-০ গোলে পরাজিত করে।অনূর্ধ্ব -১২ এর খেলায় ফেনী ফুটবল একাডেমীর হাসান ও অনূর্ধ্ব -১৮ এর খেলায় ফেনী ফুটবল একাডেমীর রিসাত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।


 টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে – ফেনী ফুটবল একাডেমী, পরশুরাম ফুটবল একাডেমী, মডার্ন ফুটবল একাডেমী, চম্পকনগর ফুটবল একাডেমী, ফেনী স্পোর্টস একাডেমী, গোবিন্দপুর ফুটবল একাডেমী, দাগনভূঁঞা ফুটবল একাডেমী, ফতেহপুর ফুটবল একাডেমী, জিএমহাট ফুটবল একাডেমী, ছাগলনাইয়া ফুটবল একাডেমী,ফুলগাজী ফুটবল একাডেমী,মুন্সীরহাট ফুটবল একাডেমী,নবাবপুর ফুটবল একাডেমী,লেমুয়া ফুটবল একাডেমী ও এভারগ্রীণ ফুটবল একাডেমী।

আপনি আরও পড়তে পারেন