বোয়ালখালী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও আছিয়া

বোয়ালখালী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও আছিয়া-

বোয়ালখালী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও আছিয়া- পীড়িতদের সাহায্য করাই মানবতার সেবা। বোয়ালখালী শাহ আলম বাবলু বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেছেন- অসহায় পীড়িতদের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।

অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়না। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার শীতার্তদের মাঝে বোয়ালখালী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।

এ সময় অন‍্যান‍্যদের মাঝে উপস্হিত ছিলেন এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, মনজুর আলম মাস্টার, অধীর বড়ুয়া,প্রেসক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সি. সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাস চক্রবর্তী, ও শাহ আলম বাবলু প্রমূখ। পরে স্হানিয় খায়ের ভান্ডার হেফজ ও এতিমখানার শিক্ষার্থী এবং মীরপাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ। ছবির ক‍্যাপসন-বোয়ালখালী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও আছিয়া খাতুন  

আপনি আরও পড়তে পারেন