ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন চেতন শর্মা

ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন চেতন শর্মা

সাবেক ভারতীয় পেসার চেতন শর্মাকে প্রধান নির্বাচক করে তিন সদস্যের নির্বাচক প্যানলে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিসিসিআইয়ের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সাবেক ক্রিকেটার মদন লাল, আরপি সিংহ ও সুলক্ষণা নায়েকের সমন্বয়ে গড়া উপদেষ্টা কমিটি ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় টিমের জন্য তিনজন নির্বাচক বাছাই করেন। চেতন শর্মা, আবে কুরুভিল্লা ও দেবাশীষ মোহান্তিকে চূড়ান্ত করেন তারা। পাঁচজনের কমিটিতে আগে থেকেই ছিলেন সুনীল যোশী ও হরবিন্দার সিং।

দায়িত্ব পাওয়ায় চেতন শর্মা গণমাধ্যমকে জানান, ভারতীয় ক্রিকেটকে আরও একবার সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। দায়িত্ব পেয়ে ভালো লাগছে। আমি খুব কম কথার মানুষ। আমার কাজই কথা বলবে।

তবে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক পেসার অজিত আগারকার। কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে মিলল না।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, জ্যেষ্ঠতার ভিত্তিতে চেতন শর্মাকে নির্বাচক কমিটির প্রধান হওয়ার সুপারিশ করা হয়। তাই জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকেই নির্বাচক কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। এক বছর পরে নবনিযুক্তদের কাজের মূল্যায়ন করবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)।  

আপনি আরও পড়তে পারেন