ভূঞাপুরে দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান ইশরাত জাহান

ভূঞাপুরে দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান ইশরাত জাহান

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-

টাঙ্গাইলের ভূঞাপুরে দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মোছা. ইশরাত জাহান। নবাগত এই নারী ইউএনও গত বৃহস্পতিবার সন্ধ্যায় যোগদান করেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে নবাগত ইউএনও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছন।


যোগদানের সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম এডভোকেট, বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমুখ সহ। 


উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানিয়ে নবাগত ইউএনও ইশরাত জাহানকে স্বাগত জানান।

আপনি আরও পড়তে পারেন