শ্রীমঙ্গলে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

শ্রীমঙ্গলে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ||

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।


শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১ ঘটিকায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলা প্রসাশনের বাস্তবায়নে ভূমিহীন ও গৃহ হীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।


১ম পর্যায় শ্রীমঙ্গল উপজেলায় ৩০০ গৃহহীনদের গৃহ নির্মান করে দেওয়া হবে। প্রতিটি ঘরে ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে সাতাশ টি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রত্যেক গৃহের প্রাক্কলিত বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা, মোট ব্যয় হবে ৫ কোটি ১৩ লক্ষ  টাকা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন , উপজেলা প্রকল্প অফিসার আছাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ৫নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান , শ্রীমঙ্গল থানার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন