নরসিংদীতে পলাশে উদ্দীপ্ত তারণ্য’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নরসিংদীতে পলাশে উদ্দীপ্ত তারণ্য’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:


নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারন্য পরিবারের পক্ষ থেকে ৪১০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হউক, বিবেকের তরে’ এ স্লোগান নিয়ে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ শীত বস্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ডাঃ আনোয়ারল আশরাফ খান (দিলিপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন (জাবেদ)।

আরোও উপস্থিত ছিলেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আমির হোসেন গাজী, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর পরিচালক মোঃ আরিফ পাঠান, তালতলি টান বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরল ইসলাম শিকদার।

উদ্দীপ্ত তারণ্য’র শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ আনোয়ারল আশরাফ খান (দিলিপ) বলেন, সকলকে সাথে নিয়ে আমরা পলাশ উপজেলাকে একটি গ্রিন এন্ড ক্লিন পলাশ হিসেবে তৈরি করতে চাই। তিনি উদ্দীপ্ত তারন্য এর পাশে থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

উদ্দীপ্ত তারণ্য এর সদস্যারা বলেন, আমরা মাননীয় সংসদ সদস্যসহ সকলের আন্তরিক সহায়তায় অসহায়দের মাঝে ৪১০ টি কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছি। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি এবং সামনেও আমরা মানুষের সেবায় কাজ করে বাংলাদেশের মধ্যে পলাশকে একটি সেবামূলক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আপনি আরও পড়তে পারেন