২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

সাব্বির ফকির, (খুলনা প্রতিনিধি):


খুলনার পাইকগাছা উপজেলায় ৮০০ সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা ‘র‌্যাক’ এর ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। শনিবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন বরুণ বিশ্বাস। তিনি উপজেলার নোয়াকাটি গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বরুণ বিশ্বাস নিজেই ব্যবস্থাপক হয়ে ২০১১ সালে ‘র‌্যাক’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। অসংখ্য কর্মী নিয়োগের মাধ্যমে সাধারণ সদস্যদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আদায় করে লাপাত্তা হয়ে যান তিনি। অবশেষে গোপনে বাড়িতে আসলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এ ঘটনায় সাজেদা বেগম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে বরুন বিশ্বাসকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী

আপনি আরও পড়তে পারেন