নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:


নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হল রমে আনুষ্ঠানিকভাবে প্রতীক দেন রিটার্নিং অফিসার এবং নরসিংদী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। মেয়র প্রার্থীসহ সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মনোহরদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭৯৮জন। এদের মধ্যে পুরষ ভোটার ছয় হাজার ৫৮০, এবং নারী ভোটার সাত হাজার ২১৮ জন।

আপনি আরও পড়তে পারেন