কর্মক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন

কর্মক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন

মেহেদী হাসান ইমন,বরিশাল প্রতিনিধি:


বরিশাল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। জোগদানের পর পরই বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ‘মুজিববর্ষের স্লোগান পুলিশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের দোড় গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। সরকারের ভিশন ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের ভূমিকা অপরিসীম।

এসময় তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। পুলিশ এবং সাংবাদিকদের কাজ প্রায় একই। এ কারণেই পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপুরক। তাই কর্মক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, মো. শাহজাহান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন ও সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ। 

আপনি আরও পড়তে পারেন