আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি

logo জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক বিনোদন খেলা ফিচার অর্থ-বাণিজ্য শিক্ষা সব শিরোনাম ২০২০ সালটি ছিলো পরীক্ষা: জাতিসংঘ মহাসচিব দুই সিটি করপোরেশনের হাতে ওয়াসার ২৬ খাল করোনায় একদিনে আরো ২৮ জনের মৃত্যু অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রিজভী সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ বিএনপি চারদিকে অন্ধকার দেখছে: তথ্যমন্ত্রী ঘরে বসে থাকার কষ্ট আমরা বুঝি: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই নির্বাচনে বিএনপি জয়লাভ করছে: ওবায়দুল কাদের এমপিওভুক্তির নতুন আবেদন নেয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর ডিসির ডিজিটাল মামলায় সাংবাদিক কারাগারে, নেপথ্যে কী? প্রচ্ছদ খেলা আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪ স্পোর্টস ডেস্ক অঅ প্রিন্ট icon আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে টপকে ৮৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এ তালিকার ১ম দশে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। তালিকার দ্বিতীয় স্থানে ৮৭৯ পয়েন্ট নিয়ে রয়েছেন কোহলি ও ৮৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ। সম্পর্কিত খবর বাদ বার্নস, ওয়ার্নারের সঙ্গে দলে ফিরলেন পুকোভস্কি বিশ্বের সেরা ১০০ সুন্দরীর তালিকায় উইঘুর মুসলিম নারী আমরা খুবই নিম্নমানের ক্রিকেট খেলেছি: হারের পর পেইন তবে কোহলির দেশে ফিরে যাওয়ার পরে মেলবোর্নে ভারতকে অনবদ্য জয় এনে দেওয়া অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫ ধাপ উঠে রয়েছেন ৬ নম্বর স্থানে। মেলবোর্নে প্রথম ইনিংসে ১১২ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৭ রান করার পুরস্কার হাতেনাতে পেলেন রাহানে। এছাড়া ১০ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।

আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে টপকে ৮৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এ তালিকার ১ম দশে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

তালিকার দ্বিতীয় স্থানে ৮৭৯ পয়েন্ট নিয়ে রয়েছেন কোহলি ও ৮৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ।

তবে কোহলির দেশে ফিরে যাওয়ার পরে মেলবোর্নে ভারতকে অনবদ্য জয় এনে দেওয়া অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫ ধাপ উঠে রয়েছেন ৬ নম্বর স্থানে। মেলবোর্নে প্রথম ইনিংসে ১১২ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৭ রান করার পুরস্কার হাতেনাতে পেলেন রাহানে। এছাড়া ১০ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।

আপনি আরও পড়তে পারেন