নরসিংদী জেলায় নতুন বৎসর উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ

নরসিংদী জেলায় নতুন বৎসর উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ


সাইফুল ইসলাম রুদ্র, জেলা প্রতিনিদি, নরসিংদী।


নরসিংদী সদর উপজেলা চর আড়ালিয়া ইউনিয়নে ৫০নং টিডির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।


এসময় ছাত্র-ছাত্রী তাদের বই নিয়ে আনন্দ ও উল্লাস করেন। এসময় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবাদকর্মী রুদ্রকে জানান- স্কুলের ভবনের নিরাপত্তার জন্য পূর্ব ও উত্তর দিকে গাইডওয়াল না থাকায় আমরা চরম ঝুঁকিতে স্কুল পরিচালন করতেছি।


শুধু তাই নয়, স্কুরের বারান্দায় গ্রীল নির্মাণ প্রয়োজন ছিল কিন্তু না হওয়ায় এলাকাবাসী প্রায় সময়ই আমাদেরকে বলেন, কিন্তু বললেও আমাদের সরকারি ভবন, তাই সরকারি বাজেট ছাড়া আমরা কোন কাজ করতে পারিনা।


এই স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমরা পাঠদান করতেও হিমসীম খাচ্ছি।
এদিকে একই স্কুলের ম্যানেজিং সদস্যরা বলেন যেহেতু আমাদের এটি চরাঞ্চল তাই যোগাযোগ ব্যবস্থা না থাকায় অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে।


কিন্তু অনেক স্কুলের শিক্ষকরা মোটা অংকের অর্থ দিয়ে নিজের সুবিধামত বিদ্যালয়ে চলে যায়। কিন্তু আমাদের চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না। তারই প্রভাব পড়ছে আমাদের কোমলমতি শিশুদের ওপর।


এদিকে চরাঞ্চলের ইউপি সদস্য সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্রকে বলেন, স্বাধিনতার ৪৯ বৎছর পার হলেও শিক্ষার হার এখনো থমকে আছে আমাদের এই চরাঞ্চলে। এই চরাঞ্চলে কেউই শিক্ষক হয়ে থাকতে চান না এই বিদ্যালয়ে যেহেতু কোন ভাল যোগাযোগ ব্যবস্থা না থাকায়।


এদিকে শিক্ষাবিদরা মনে করেন যে, চরাঞ্চলের শিক্ষা হার বাড়াতে প্রতি শিক্ষককে কমপক্ষে ৩ বৎসর থাকতে হবে চরাঞ্চলে। অযথায় তাদের দ্রুত বদলি হলেই প্রভাব পড়বে এই চরাঞ্চল এলাকায়।

আপনি আরও পড়তে পারেন